Image description

পাবনার চাটমোহরে কবরস্থানের সভাপতি পদে নির্বাচন স্থগিত করেছে স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার।

মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) এই তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির মেয়াদ শেষ হয় সম্প্রতি। এর পর স্থানীয়ভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। ২৪ মে নির্বাচনের দিন ধার্য করা হয়। আলোচনা-সমালোচনার মধ্যেই দুই প্রার্থী নিজ এলাকায় প্রচার-প্রচারণা করতে থাকেন। সভাপতি কে হবেন? তা নিয়ে দুটি পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার জানান, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। দু-এক দিনের মধ্যে গ্রামের প্রধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে বসে সমঝোতার মাধ্যমে গ্রহণযোগ্য কমিটি করা হবে।

নির্বাচন স্থগিত বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বলে জেনেছি। তারা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। এর পরও এ নিয়ে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।