Image description

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও স্বশরীরে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম-সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরও। তাদের প্রায় দেড় ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়।

এদের মধ্যে তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান গত মঙ্গলবার হাজির হওয়ার কথা থাকলেও গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয় সেগুন বাগিচায় এসেছেন। এই তিনজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগ রয়েছে।

তিনজনকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, এই তিনজনকে তাদের আয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা কিছু প্রশ্নের উত্তর দিয়েছে এবং কিছু প্রশ্ন এড়িয়ে গেছেন। তাদের দেওয়া তথ্যগুলো তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ মে তাদের তলব করে চিঠি দেওয়া হয়েছিল। একই দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে ২১ মে এবং যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেওয়া হয়।

গত ২৭ এপ্রিল উপদেষ্টাদের এপিএস ও পিওর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে যুব অধিকার পরিষদ। মার্চ টু দুদক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে সংগঠনের নেতাকর্মীরা দুদকে আসে। পরে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুদকে স্মারকলিপি জমা দেয়। এ ছাড়া হাইকোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলামও প্রায় একই ধরনের অভিযোগ দুদকে দাখিল করেন। অভিযোগে ওই দুজন ছাড়াও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) ডা. মাহমুদুল হাসানেরও নাম রয়েছে।