Image description

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখের সামনে এক অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে এই মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে। রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখের কাছে আজ অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ইশরাকের সমর্থকরা ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ।

ইশরাক হোসেন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটির মেয়র হওয়া উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদ করার জন্যই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি। এটি কোনো পদের আন্দোলন নয়, জাতীয় নির্বাচনের আন্দোলন।’

এসময় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলে দাবি জানান এই বিএনপি নেতা।

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকা প্রসঙ্গে ইশরাক বলেন, ‘এনসিপি নিয়ে আশাবাদি ছিলাম। কিন্তু তারা অবস্থান ধরে রাখেনি। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাদের রায় মেনে নিতে হবে।’

এছাড়া অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগও দাবি করেছেন ইশরাক হোসেন।

এর আগে, আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দেন ইশরাক হোসেন।