
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএআইইউএসটি) সাবেক উপাচার্য অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব.)।
রবিবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার যুগ্মসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব.), এনডিসি, পিএসসি, এফআইবি—কে ঢাকাস্থ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি আগামী চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতাদি ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।