Image description

চাঁদপুর শহরে মোটরসাইকেল ও রিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলের চালক চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার মনির মালের ছেলে সমুদ্র মাল (২৫) ও রিকশার চালক মো. ঈশা (৩০)।

আহতরা হলেন মোটরসাইকেল আরোহী মো. রফিকুল (২৪), রিকশাযাত্রী আফজাল (২৬) ও পথচারী কিশোর সম্রাট (১৪)। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, চাঁদপুর শহর থেকে ব্যক্তিগত কাজ সেরে বাবুরহাটের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সমুদ্র। তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রিকশা হুট করে মোছড় নিলে মোটরসাইকেল-রিকশার সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সমুদ্র ও ঈশাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, নিহতদের লাশ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল ও রিকশা জব্দ করা হয়েছে।