
লুটের টাকা সরাসরি দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার (১৯শে মে) এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন, লুটের টাকা ম্যানেজমেন্টে একটি ফান্ড গঠনের জন্য। এই অর্থ ডিপোজিটর এবং একইসাথে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হবে।”
তিনি আরও বলেন, “লুটের অর্থের পরিমাণ অনেক। এটি বাজেট বা অন্য কোনও খাতে না এনে পুরোপুরি দরিদ্র জনগণের জন্য ব্যবহারের সিদ্ধান্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা।” তিনি জানান, বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
সূত্র: https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=1341785917120680&rdid=vNBRqyvMn4sU5Lz2