Image description

হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। 

এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় এবং পরবর্তী সময়ে আদালতে তোলা হয়। শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা ফারিয়াকে কারাগারে রাখার আবেদন জানান, অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।

এদিকে নুসরাত ফারিয়া গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শোবিজ তারকা থেকে শুরু করে অনেকেই। এবার ফারিয়ার মুক্তি দাবি করে এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

এক ফেসবুক পোস্টে তিনি জানতে চান, ‘অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যাখ্যা করতে পারবে কেন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল? তার অপরাধ কী ছিল? শুধুমাত্র মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে?’ 

এরপর জুলকারনাইন সায়ের লিখেন, ‘‘এটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং এই ধারণা তৈরি করছে যে বাংলাদেশ ২.০-তে যে কেউ গ্রেপ্তার হতে পারে, যদি ক্ষমতাসীনরা মনে করে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কি শেখ হাসিনার আগের সরকারের চেয়ে বড় কর্তৃত্ববাদী সরকার হয়ে উঠছে? যদি কিছু হয়, তাহলে তারা পূর্ববর্তী সরকারের মতোই প্রতিহিংসাপরায়ণ এবং তুচ্ছ বলে মনে হচ্ছে, যখন তাদের ঐক্যবদ্ধ এবং পুনর্মিলনকারী শক্তি হওয়ার কথা ছিল।

এবং মুহাম্মদ ইউনূস নোবেল 'শান্তি' পুরস্কার জিতেছেন বলে মনে করা হচ্ছে।’’ 

সবশেষে ফারিয়ার মুক্তি ও হয়রানির ক্ষতিপূরণ দাবি করেন তিনি লিখেন, ‘‘ফারিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার হয়রানির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এটি অগ্রহণযোগ্য। কোনো ‘যদি’ এবং ‘কিন্তু’ নেই।

এর আগে রবিবার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।