Image description

বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক বরাবরই উষ্ণ। এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

দুই দেশের কর্মকর্তারা ওই সফর সফল করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কূটনৈতিক সূত্র।

চলতি মাসের শুরুতে ঢাকা সফরে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ৫ মে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বৈঠকে বৈধ পথে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

এছাড়া ঢাকার সঙ্গে রোমের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নেও আলোচনা করেন তারা। এ লক্ষ্যে চলতি বছরের সেপ্টেম্বরের আগেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকা সফরে আসবেন বলে সে সময় জানান মাত্তেও।

অবৈধ অভিবাসন, মানবপাচার রোধসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশও ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী বলে বৈঠকে মাত্তেওকে আশ্বস্ত করেছিলেন প্রধান উপদেষ্টা।