
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য খুনের মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীরের কাছে দাবি জানিয়েছে তার সহপাঠী ও শিক্ষকরা। তারা জানান, এই খুনের মামলা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলে উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন।
আজ রবিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সচিবালয়ে সাক্ষাত করেন। প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, সাম্য খুনের বিচার যেন দ্রুত হয় তা জানিয়েছি উপদেষ্টাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।
প্রতিনিধি দল জানায়, এই হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময়, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসও দেন তিনি। সেইসাথে, বিশেষ ট্রাইব্যুনালে বিচারের কথাও জানিয়েছে আইন মন্ত্রণালয়।
সাম্যর বন্ধু ও সহপাঠী নাহিয়ান ইসলাম বলেন, সাম্য খুনের মূল হোতাদের এখনও ধরা হয়নি। মূল যে সাসপেক্ট, যে ছুরি মেরেছে তাকে গ্রেপ্তার করতে পারলে এক্ষেত্রে আশ্বস্ত হবো। স্বরাষ্ট্র উপদেষ্টা যদিও আশ্বস্ত করেছেন প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে। বিশেষ ট্রাইবুনালে বিচারের কথা বলেছে আইন মন্ত্রণালয়।
এর আগে সাম্য হত্যার দ্রুত বিচারে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সাম্য হত্যার বিচারের দাবিতে আজ বেলা ১১টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নানা স্লোগান দেন তারা। এদিকে, ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি চললেও ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে।
গত মঙ্গলবার (১৪ মে) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাকে নিহত হন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শাহরিয়ার আলম সাম্য।