Image description

ভারতের হরিয়ানার হিসার থেকে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জ্যোতি মালহোত্রা। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন এবং ভারত সম্পর্কিত স্পর্শকাতর তথ্য পাচার করেছেন। এ অভিযোগে তাকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও ভারতীয় দণ্ডবিধির (BNS) আওতায় গ্রেফতার করা হয়েছে।

কে এই জ্যোতি মালহোত্রা?

হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতি মালহোত্রা একজন জনপ্রিয় ভ্রমণ ইউটিউবার। তার ইউটিউব চ্যানেল “Travel with Jo” ২০১১ সালে চালু হয়। চ্যানেলটিতে মোট ৪৮৭টি ভিডিও এবং সাড়ে ৩ লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ভিডিওগুলোতে তাকে বাংলাদেশ, ভুটানসহ বিভিন্ন দেশে ঘুরতে দেখা যায়। নিজের ইউটিউব বায়োতে তিনি নিজেকে ‘Nomadic Leo Girl’ এবং ‘Wanderer Haryanvi Punjabi’ বলে পরিচয় দিয়েছেন।

পাকিস্তান হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠতা

ভারতীয় কর্মকর্তারা দাবি করছে, তদন্তে পাকিস্তান হাইকমিশনের সাবেক কর্মকর্তা এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে তার ঘনিষ্ঠতা উঠে এসেছে। এক ইফতার পার্টির ভিডিওতেও দেখা যায়, তিনি পাকিস্তান হাইকমিশনে ঢুকে এহসান-উর-রহিমকে সখ্যপূর্ণভাবে অভ্যর্থনা জানাচ্ছেন। উল্লেখ্য, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দানিশকে ‘persona non grata’ ঘোষণা করেছে। যার অর্থ অগ্রহণযোগ্য ব্যক্তি।

গোপন নাম, বারবার পাকিস্তান সফর

২০২৩ সালে জ্যোতি মালহোত্রা দু’বার পাকিস্তান সফর করেন এবং সেখানকার গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে অভিযোগ। তিনি তাদের ফোন নম্বর ‘জাট রন্ধাওয়া’র মতো ছদ্মনামে সেভ করে রাখতেন। এছাড়া তিনি ইন্দোনেশিয়ার বালিতেও পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে ভ্রমণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

আগেই সতর্ক করেছিলেন এক্স ব্যবহারকারী

২০২৪ সালের মে মাসে এক্স-এ (সাবেক টুইটার) একজন ব্যবহারকারী কপিল জৈন এনআইএ-কে ট্যাগ করে জ্যোতির কার্যকলাপ সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি লিখেছিলেন, পাকিস্তানি দূতাবাসে অনুষ্ঠানে অংশ নেয়ার পর তিনি কাশ্মীরে যান, বিষয়টি তদন্ত হওয়া উচিত।

গ্রেফতারের পর জ্যোতিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ভারতীয় গোয়েন্দাদের দাবি, রিমান্ডে জ্যোতি পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে। এছাড়া তার সব ধরনের ডিজিটাল ডিভাইস ফরেনসিক টেস্টের জন্য হেফাজতে নেয়া হয়েছে।