
মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে ‘অস্বস্তিতে’ অন্তর্বর্তী সরকার। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রশ্ন উঠেছে, রোহিঙ্গাদের জন্য রাখাইনে মানবিক করিডর দেওয়া ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার ইখতিয়ার অন্তর্বর্তী সরকারের আছে কিনা। এসব ইস্যুতে বার বার প্রশ্নের সম্মুখীন হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
এবার তার নাগরিকত্ব নিয়েছে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল শনিবার বিকেলে খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের সমাবেশে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সালাউদ্দিন বলেন, ‘সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল-জ্ঞান নাই। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তাসংক্রান্ত রিপোর্ট প্রদান করবে—কীভাবে ভাবলেন? আপনি রোহিঙ্গা করিডরের নামে, মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান।
বিষয়টি নিয়ে মুখল খুলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বিএনপি নেতার অভিযোগের জবাবে ড. খলিলুর রহমান বলেন, ‘এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর ওপর বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে।’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন, ‘আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি।’