Image description
 

অবশেষে জয় বাংলা হইয়া গেলো বলে মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য।

আজ বৃহস্পতিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।

পিনাকী আর্টকুঠুরীর এক পোস্ট শেয়ার করেন। যেখানে পোস্টের ক্যাপশনে লিখেন, আমার ফুলকুমারী ব্রান্ডিং।

 

পিনাকীর শেয়ার দেওয়া পোস্টে উল্লেখ ছিল, প্রথমে যমুনায় গেলো, সবাইকে আহ্বান করলাম যোগ দিতে, এরপর শাহবাগ অবশেষে জয় বাংলা হইয়া গেলো।

 

সব ঠিক আছে, করিডোরে কি হইলো আর হামিদ সাহেব ক্যামনে গেলো, এইগুলা জানা দরকার।