Image description

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ভারতের পূর্বাঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করলো চীন। অরুণাচল প্রদেশের অন্তত ২৭টি স্থানের নাম একতরফাভাবে পরিবর্তন করে পঞ্চমবারের মতো নতুন তালিকা প্রকাশ করেছে বেইজিং। চীনের এই পদক্ষেপকে 'নিরর্থক ও অযৌক্তিক' বলে আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ভারত।

হিমালয় ঘেঁষা অরুণাচল প্রদেশকে বরাবরই নিজেদের অংশ দাবি করে আসছে চীন। সেই দাবিকে জোরদার করতেই নতুন করে স্থানগুলোর নাম পরিবর্তনের তালিকা প্রকাশ করেছে তারা। এবার যেসব নাম পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৪টি গিরিপথ, ২টি নদী, ১টি রথ এবং ৫টি জনবসতিপূর্ণ এলাকা।

চীন ও ভারতের মধ্যে প্রায় ৩,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে, যার বেশিরভাগই এখনও সুনির্দিষ্টভাবে নির্ধারিত নয়। গত বছরের অক্টোবরে লাদাখ সেক্টরে দীর্ঘ চার বছরের সামরিক অচলাবস্থা নিরসনে একটি সমঝোতায় পৌঁছায় দুই দেশ। কিন্তু এই সাম্প্রতিক নাম পরিবর্তনের পদক্ষেপ সেই শান্তি প্রচেষ্টার ওপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জসোয়াল এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এবং চীনের এই নামকরণ প্রচেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি ছড়ানোর একটি ব্যর্থ চেষ্টা মাত্র।

উল্লেখ্য, এটি প্রথম নয়। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত মোট পাঁচবার অরুণাচলের বিভিন্ন এলাকার নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করেছে চীন। ২০১৭ সালে ৬টি, ২০২১ সালে ১৫টি, ২০২৩ সালে ১১টি এবং ২০২৪ সালে ৩০টি স্থানের নাম পরিবর্তন করেছিল বেইজিং।

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাগুলো দুই দেশের মধ্যে আবারও সীমান্ত সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। ইতোমধ্যে কূটনৈতিক স্তরে উত্তেজনা তুঙ্গে উঠেছে, যা যেকোনো সময় সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।