
আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে হঠাৎ করেই বিরোধ লক্ষ করা যাচ্ছে। বিএনপি-জামায়াত-এনসিপির মধ্যে শুরু হয়েছে কাঁদা ছোড়াছুড়ি। দলগুলোর সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরের ওপর বিদ্বেষ ছড়াচ্ছে।
এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বুধবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন। পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘খুব গভীর একটি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বর্তমান রাজনৈতিক দলগুলোর একটিকে আরেকটির সাথে পরিকল্পিত কোন্দল সৃষ্টি করা হচ্ছে। এর জন্য জামাত-শিবিরের কর্মীদের নামে ফেইক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে অশ্লীল কমেন্ট আর পোস্ট দেওয়া হচ্ছে। একই সাথে বিএনপির কর্মীদের নামে ফেইক আইডি খুলে জামাত-শিবিরের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট-কমেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। হারপিক মজুমদারের (নিঝুম মজুমদার) একটি গ্রুপ থেকে এই কোন্দল ছড়ানোর পরিকল্পনা নিয়েছে আওয়ামী/ছাত্রলীগ আর সিআরআই এর ফুটফুটে সুন্দরেরা। তাদের অভ্যন্তরীন একটি গ্রুপে এই ষড়যন্ত্রের বিষয়টি জানতে পেরেছি অতএব বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ থাকলো৷’
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনে গত শনিবার (১০ মে) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে। পরে সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়াও উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।