
তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান থেকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর পানির বোতল ছোড়া হয়েছে। এসময় তাকে লক্ষ্য করে নানা ধরণের স্লোগান দেন শিক্ষার্থীরা। রাত দশটার পর এ ঘটনা ঘটে। তথ্য উপদেষ্টা অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকদের সঙ্গে নিয়ে তাদের কাছে গেলে এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে বোতল ছোড়া হয়। পরে তিনি সেখান থেকে সরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, এখানে আমার উপর যারা হামলা করেছে তারা কারা এটি মিডিয়া এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব খুুঁজে বের করার। তারা একজন মিনিস্টারের উপর হামলা করে পুলিশের সঙ্গে ঘটা ঘটনার ন্যায্যতা দিল। তারা আমার উপর হামলা করে প্রমাণ করেছে তারা পুলিশের সঙ্গে কী ব্যবহার করেছে। তিনি বলেন, এরা আমাদের সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন। তারা কিন্তু হামলা করেনি। হামলা করেছে তারা সাবোটাজ করার উদ্দেশ্যে এখানে এসেছে। তারা বড় ভুল করেছে। শিক্ষার্থীদের উচিত এই সাবোটাজকারীদের আলাদা করে রাখা। শিক্ষার্থীদের ন্যয্য দাবি শুনতে সরকার রাজি। আপনারা সেভাবে কাজ করুন।
তিনি বলেন, একজন ব্যক্তির প্রতি গত আটমাস ধরে যে হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা এখানে সেটা দেখিয়েছে। মাহফুজ আলম বলেন, আজকে থেকে যমুনার সামনে আর কোনো অবস্থান করতে দেয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
তিনি বলেন, জগন্নাথের বিষয়ে সরকার সহানুভুতিশীল। দাবির বিষয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে। এই বৈঠকে আশাকরি সমস্যার সমাধান আসবে। উপদেষ্টা অবস্থানকারীদের ঘরে ফিরে যাওয়ার আহবান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। তিনি বলেন, আমার সঙ্গে তাদের বৈঠক করার কথা ছিল। মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের কথা ছিল। কিন্তু তারা তা না করে তাঁতী বাজার থেকে তারা এখান পর্যন্ত তারা কিভাবে এলেন তা আমরা জানি না।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীরা যখনই আন্দোলন করেন অবশ্যই তাদের সঙ্গে প্রথমে সংলাপের চেষ্টা করবেন। বল প্রয়োগ করবেন না।