
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বর্তমান পরিণতির দিকে ইঙ্গিত করে বলেছেন, যারা আল্লাহর কোরআন, রাসুল ও দ্বীনি শিক্ষার সাথে বেয়াদবি করবে তাদের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে আমাদের সামনে সেই নজির স্থাপিত হয়েছে। ৭০ বছরের একটি পুরোনো দল নিষিদ্ধ হয় কোন প্রেক্ষাপটে সেই বাস্তবতাটুকু উপলব্ধি করতে হবে।
বুধবার টঙ্গীর খাঁ-পাড়া আল হেরা কিডস হেভেন মাদরাসা প্রাঙ্গণে কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম আবদুল্লাহ বলেন, দ্বীনি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকার যে মর্যাদা সেটি এই নতুন বাংলাদেশে অনেক বেশি উপলব্দি হচ্ছে। গত বছর ৫ আগস্টের আগের বাংলাদেশে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়তো, তাদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত এবং প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিবাদী ও ধর্মদ্রোহী সরকার হেন কোনো অপচেষ্টা নাই, যা করে নাই। দ্বীনি শিক্ষাকে স্তব্ধ করে দেওয়ার সেই অপচেষ্টা আওয়ামী লীগের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। সেই দলটি, সেই রাজনীতিটি ও সেই সরকারটি আজকে দেশের মানুষের কাছে একটি অভিশপ্ত দল এবং সরকার হিসেবে প্রতিবিম্ব হয়ে সামনে এসেছে।
আল হেরা গ্লােবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদারের সভাপতিত্বে ও আল হেরা কিডস হেভেন মাদরাসার কো-অর্ডিনেটর মাওলানা হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা আরিফ বিল্লাহ। এতে বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা মেজাদুল হক নাসিমী, তাহমিনা সুলতানা লাকি প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থী, অতিথি, শিক্ষক ও অভিভাবক-অভিভাবিকাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।