
দুদক সূত্র জানায়, বুধবার (১৪ মে) ঘুষ গ্রহণের এক মামলায় টিউলিপকে তলব করা হয়। তবে তিনি বা তার কোনো প্রতিনিধি দুদক কার্যালয়ে উপস্থিত হননি।
গত ৮ মে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেয়ার জন্য তাকে তলব করা হয়েছিল। ওই তলব নোটিশ টিউলিপের ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান-২ এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।
এ মামলার দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এরআগে, বিভিন্ন বিমান বন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ মে হাজির হওয়ার জন্য তলব করে দুদক।