
কক্সবাজারের টেকনাফ পাহাড় থেকে রোহিঙ্গাসহ ১৭ জনকে অপহরণের খবর পাওয়া গেছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। অপহৃতরা বন বিভাগের শ্রমিক হিসেবে পাহাড়ে চারা রোপণ করতে গিয়েছিলেন বলে জানা গেছে।
কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘২১ জন শ্রমিক বন বিভাগের চারা রোপণের কাজে নিয়োজিত ছিলেন।
তিনি আরো বলেন, ‘অপহৃত শ্রমিকদের অনেকে তাদের পরিবারের কাছে ফোন করে টাকা-পয়সা প্রস্তুত রাখতে বলেছেন, এমন তথ্য তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখছি অপহৃত শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, সরকারি কাজে পাহাড়ে যাওয়া শ্রমিকসহ ১৭ জনকে অপহরণের বিষয়টি শুনেছি। এ বিষয়ে আরো বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।