
রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ চেয়ে মঙ্গলবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। তারা ভাস্কর্য অপসারণে জেলা পরিষদকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় আগামী শুক্রবার জুমার পর তারাই এটি ভেঙে ফেলবেন।
ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভকারীরা জেলা পরিষদ কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। তারা জেলা পরিষদের মূল ফটক বন্ধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শাফি। সংহতি বক্তব্য দেন মো. ইরফানুল হক, সর্বজিত চাকমা, মো. ইমাম হোসেন, মো. হারুন ইবনে আব্দুল খালেদ, মো. তানিম ইবনে ইয়ম, সায়েদা খাতুন, মো. ওয়াহিদুজ্জামান রোমন, মো. জুনায়েদুল ইসলাম. মো রাকিব উদ্দীন, মো আব্দুল্লাহ প্রমুখ।
এর আগে শহরের বনরূপা পেট্রোল পাম্প থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশ শেষে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সঙ্গে বৈঠক করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দেন বিক্ষোভকারীরা। চেয়ারম্যান এ দাবি পূরণে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রতিশ্রুতি দিলে কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।