
প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সরকারের গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, যদি কাল সোমবার (১২ মে) গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (১১ মে) গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ মে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের গোপনে দেশত্যাগের ঘটনায় নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে ছাত্র-জনতা। এর সঙ্গে যোগ দেয় বিভিন্ন সংগঠন ও দল। পরে তীব্র আন্দোলন ও দীর্ঘ অবস্থান কর্মসূচির পর অবশেষে শনিবার (১০ মে) জুলাই-আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে রাতে এক সংবাদ সম্মেলনে জানান আইন উপদেষ্টা আসিফ নজরল।