
আমেরিকার জিকির দোস্ত বলতে ছিল ইজরায়েল, ইদানিং তার সাথে যোগ হয়েছে ইন্ডিয়া। ফিলিস্তিনিদের সাথে যুদ্ধে যখনই ইজরায়েল বেকায়দায় পড়ে তখনই আমেরিকা যুদ্ধবিরতির উদ্যোগ গ্রহন করে এবং তা বাস্তবায়িত হয়ে যায়।
একইভাবে আমেরিকা যখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বিরতির উদ্যোগ নেয় তখন সহজেই ইন্ডিয়ার বেকায়দা অবস্থাটি উপলব্ধি করা যায়!
অর্থাৎ পাকিস্তান সহ সারা বিশ্ব এটাকেই পাকিস্তানের বিজয় বলে ধরে নিবে !
বাংলাদেশে ইন্ডিয়ান পলিসি মারাত্মক বিপর্যয়ে পড়ার পর ইন্ডিয়ার এই যুদ্ধ বিরতি হজমকরণ নতুন বার্তা দিচ্ছে। এই মুহুর্তে বাংলাদেশ তার ফরেন পলিসি নতুন করে নির্ধারণের একটা সুযোগ পেয়েছে!
এমতাবস্থায় বর্তমান সরকারের শিশু পীর হিসাবে বিবেচিত (যাকে আবার ইউনূস সাব মাস্টারমাইন্ড হিসাবে তুলে ধরে মাথাটা আরও খারাপ করে দিয়েছে) সেই মাহফুজ নতুন করে চেতনায় পানি দেয়া শুরু করেছে। পররাষ্ট্র সচীবের পর মাহফুজ পাকিস্তানি ও তাদের দোসরদের ক্ষমা চাওয়ার সেই জিকিরটি তুলেছেন।
এই ছাওয়ালরে কিছুদিন আগে ইন্ডিয়ান মিডিয়া হিজবুত তাহরীর হিসাবে প্রচার চালিয়েছিল। কাজেই সে যে হিজবুত তাহরীর নয়, সেটার প্রমাণ দেখাতেই তার জন্যে পাকিস্তান বিদ্বেষী হওয়া জরুরি হয়ে পড়েছে।
এরাই নাকি এদেশের ভবিষ্যৎ মাস্টার মাইন্ড!
প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে যারা এই সব আবাল শিশু এবং তাদের মতলববাজ খালু খালাদের দিয়ে দেশ শাসন করতে চান, বার বার তাদেরকে তাদের এই মত বদলানোর চেষ্টা করে যাচ্ছি। মূল রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলোর মধ্যে মিনিমাম বোঝাপড়া চাচ্ছি।