Image description

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়ায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই নিষিদ্ধ করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নেরেও আহ্বান জানান তিনি।

শনিবার রাতে সরকার এই সিদ্ধান্ত জানানোর পর পরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিপ্লবী ছাত্র ও জনগণকে অভিনন্দন জানান নাহিদ। একই সাথে সরকারকে সাধুবাদ জানিয়ে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি করেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ বলেন, ‘সারাদেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

এ ছাড়াও নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে বলেও দাবি জানান তিনি।

এর আগে, শনিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার।

এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদি ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে প্রকাশ করা হবে।

সরকারের এই সিদ্ধান্তের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শত শত বিক্ষোভকারী আনন্দ মিছিল করেন।

সূত্র : ইউএনবি