
রাজধানীর শেওড়াপাড়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের বাবার বাড়ির একটি ফ্ল্যাট থেকে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) রাতে মেট্রো স্টেশন সংলগ্ন পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে- নিহত দুইজন সম্পর্কে দুই বোন। ঘটনাস্থলে সুরতহাল ও তথ্য সংগ্রহের কাজ করছে পুলিশ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (পিএস) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম জানান, সচিব নাসরীন জাহান ওই বাড়ির চতুর্থ তলায় বাবার সঙ্গে থাকেন। নিচ তলার ফ্ল্যাটটি ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহের সৃষ্টি হয় এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন জানান, ৯৯৯-নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ওই দুই মরদেহ উদ্ধার করে এবং বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের সুরতহাল এবং প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ চলছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।