Image description

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত সমাবেশে আজ শুক্রবার স্প্রে ভেহিকেল ব্যবহার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এটিকে সরকারের পক্ষপাতমূলক আচরণ বলে সমালোচনা করেছেন কেউ কেউ। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণাকে ‘বিভ্রান্তিকর’ বলেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকায় গত কয়েকদিন ধরে হিট ওয়েভ চলছে; ফলে যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম ঘটছে, সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি। গরমের তীব্রতা কমাতে শুধু সমাবেশস্থল নয়, বিভিন্ন বাজার এলাকা ও টার্মিনাল এলাকাতেও এই স্প্রে ভেহিকেল ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। তখনও অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপর এই স্প্রে ভেহিকেল ব্যবহার করে পানি ছিটানো হয়েছিল।

প্রশাসক জানান, ‘ফ্রি প্যালেস্টাইন’ ইস্যুতে আয়োজিত সমাবেশগুলোতেও একই ভেহিকেলটি ব্যবহার করা হয়েছে। মূলত হিট ওয়েভ থাকা অবস্থায় নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ভেহিকেলটি ব্যবহার হয়, ওই জমায়েত রাজনৈতিক না অরাজনৈতিক তা সিটি কর্পোরেশনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়।