Image description

প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে ঝটিকা মিছিল করা আওয়ামী লীগ কর্মী মো. রনিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়ার ভাদাইলইলের পবনারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রনি আশুলিয়ার পূর্ব জামগড়ার মৃত আব্দুল গফুরের ছেলে। সে আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল আশুলিয়ার শ্রীপুর এলাকায় আওয়ামী লীগের পক্ষে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে ঝটিকা মিছিল করে রনিসহ কয়েকজন। এছাড়া রনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের উসকানিমূলক পোস্ট করতেন। আজ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যে বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রনি আহমেদ।

আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন বলেন, সন্ধ্যায় অভিযান পরিচালনা করে রনি আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।