Image description

চট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত র‍্যাবের কর্মকর্তা পলাশ সাহার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। আজ শুক্রবার (৯ মে) বিকেলে কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে পলাশ সাহার বাড়িতে গিয়ে তার মা ও ভাইদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিমসহ অন্যান্য নেতারা।

সাক্ষাৎ শেষে রেজাউল করিম বলেন, ৩ দিন পেরিয়ে গেলেও পলাশ সাহার স্ত্রী সুষ্মিতা সাহাকে কেন এখনও আটক করা হয়নি? আমরা প্রশাসনের কাছে অতি দ্রুত সময়ের মধ্যে সুষ্মিতা সাহাকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানাই।

এর আগে অধ্যাপক রেজাউল করিম গোপালগঞ্জ জেলা ও কোটালীপাড়া উপজেলা জামায়াত ইসলামের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে পলাশ সাহার বাড়িতে আসেন।

এসময় পলাশ সাহার মা আরতি সাহা ও বড় ভাই লিটন সাহাসহ উপস্থিত আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন।