Image description

নাটোরে পলিথিনে মোড়ানো মানুষের কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে শহরতলীর দত্তপাড়া এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা পলিথিনে হাতের কাটা অংশ মোড়ানো ছিল।

এ তথ্য নিশ্চিত করেছে সদর থানার ওসি মাহাবুর রহমান। তিনি বলেন, উদ্ধার হওয়া হাতের কাটা অংশ কোনো যানবাহন থেকে নদীতে ছুড়ে ফেলার চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু সেটি ছুড়ে ফেলার পর নদীতে না পৌঁছে মহাসড়কের ওপরে পড়ে যায়। পরে পলিথিনে মোড়ানো এ কাটা হাত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাতের কাটা অংশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি কোনো বয়স্ক মানুষের হাত বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।