Image description

শ্রীলংকার মধ্যাঞ্চলে তীর্থযাত্রী বহনকারী বাস খাদে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রোববার দেশটির রাজধানী থেকে ১৪০ কিলোমিটার দূরে (৮৬ মাইল) কোটমালে শহরের কাছে পাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

পরিবহন ও মহাসড়ক বিষয়ক উপমন্ত্রী প্রসুন্না গুনাসেনা নিশ্চিত করেছেন যে, কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। তাদের সকলকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বাসটি খাদের নিচে উল্টে আছে আর সেচ্ছাসেবীরা আহতদের উদ্ধার করছেন। ওই বাসটি রাষ্ট্র পরিচালিত একটি বাস কোম্পানির। দক্ষিণের তীর্থস্থান কাতারাগামা থেকে কুরুনেগালা শহরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় বাসটি।