Image description

বাবার কবর জিয়ারত এবং সন্ধ্যায় স্কয়ার হাসপাতাল থেকে মাকে নিয়ে ধানমন্ডির বাসা ‘মাহবুব ভবনে’ গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান।

বুধবার বিকেলে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বেরিয়ে প্রথমে যান বনানীর সামরিক কবরস্থানে সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবরে। সেখানে মহিলাদের জন্য নামাজের নির্ধারিত স্থানে আসরের নামাজ আদায় করে বাবার কবর জিয়ারত করেন জোবাইদা। সঙ্গে ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

এরপর তিনি ধানমন্ডিতে স্কয়ার হাসপাতালে যান মা ইকবাল মান্দ বানুর কাছে। সেখানে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও তার সহধর্মিণীকে নিয়ে হাসপাতালে আসেন। সন্ধ্যার পর চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে মাকে নিয়ে ধানমন্ডির বাসায় আসেন জোবাইদা।

এ সময়ে বিএনপির নাসির উদ্দিন অসীম ও তার স্ত্রী মেহনাজ মান্নান, আবদুল লতিফ জনি ও তার স্ত্রী, নুরুদ্দিন আহাম্মেদ অপু, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতারা জানান, সন্ধ্যায় চিকিৎসকরা উনার(ইকবাল মান্দ বানু) ছাড়পত্র প্রদান করলে বড় মেয়ে শাহীনা জামান এবং ছোট মেয়ে (জোবাইদা রহমান) সাথে মাহবুব ভবনের বাসায় আসেন তিনি। এই সময়ে সৈয়দা শামিলা রহমানও ছিলেন।

মঙ্গলবার লন্ডন থেকে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ঢাকা আসেন জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। গুলশানে ফিরোজায় শাশুড়ির সাথেই থাকছেন তারা।

মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান জোবাইদা। সেখানে মায়ের সাথে প্রায় আড়াই ঘণ্টা ছিলেন তিনি। পরে মাহবুব ভবনেও কিছু সময় কাটিয়ে আবার ফিরে যান ফিরোজায়।