
মঙ্গলবার ( ০৬ মে) স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিনের মাধ্যমে এক স্ট্যাটাসে বলেছেন, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ট্রাস্ট ফান্ড ইত্যাদির মাধ্যমে উদ্যোক্তাদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেয়া হবে।
তিনি বলেন, উদ্যোক্তাদের পুঁজি সরবরাহের জন্য এই নীতিমালার অধীনে কয়েকটি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। যেমন- যুব উন্নয়ন অধিদপ্তর থেকে স্বতন্ত্র সামাজিক ব্যবসা হিসেবে ঘূর্ণায়মান ঋণ তহবিল প্রতিষ্ঠা করে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রাপ্তিতে উদ্যোক্তাদের সহায়তা করা হবে।
তিনি আরও বলেন, উদ্যোক্তাদের ঋণ সহায়তার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। এছাড়া উদ্যোক্তাদের পণ্য বা সেবা উৎপাদনের জন্য কাঁচামাল বা অন্যান্য পণ্য আমদানির প্রয়োজন হলে নির্দিষ্ট সময়ের জন্য কর ও শুল্ক অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। রপ্তানিতেও একই ধরনের সহায়তা দেয়া হবে।
-যুব উদ্যোক্তা নীতিমালা ২০২৫ আলোকে গৃহীত সিদ্ধান্ত
