
রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধিতে স্বস্তিতে রয়েছে বৈদেশিক মুদ্রা বাজার। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দশ মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৪শ ৫৪ কোটি ডলার। রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কাটছে ডলার সঙ্কটও।
দীর্ঘদিন ধরে ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে ডলারের বিনিময় মূল্য। ব্যাংকিং খাতে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর কারণে খোলাবাজারে ডলারের দরের তেমন পার্থক্য নেই।
ব্যাংকে পাঠালেই প্রণোদনাসহ বেশি অর্থ পাচ্ছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এপ্রিলেই রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার।
রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয়েও ভালো প্রবৃদ্ধি হচ্ছে। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসে রপ্তানি হয়েছে ৩ হাজার ৭১৯ কোটি ডলারের পণ্য।