
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশসহ চার দফা দাবি জানিয়েছে সচেতন সমাজ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। অন্য দাবিগুলো হলো- ২৮ এপ্রিলের পর ভর্তি হওয়া কোনো শিক্ষার্থীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না; রাকসু নির্বাচনের নির্ধারিত সময়সূচি মেনে পূর্ণাঙ্গ পরিকল্পনা ও রাকসুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে; নির্বাচন কমিশনকে আগামী সাত দিনের মধ্যে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে রাকসুর তফসিল ঘোষণা এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
লিখিত বক্তব্যে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এস এম সালমান সাব্বির বলেন, বিগত ৩৬ বছর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের দাবি জানিয়ে আন্দোলন ও সংগ্রাম করে আসছে। চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে এসেও শিক্ষার্থীদের এই রাজনৈতিক অধিকার এখনো বাস্তবায়িত হয়নি। রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের বিভিন্ন অংশের কার্যক্রম ও দৃষ্টিভঙ্গি দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও বারবার তা উপেক্ষিত হয়েছে। ১৩ এপ্রিল নির্বাচনি আচরণবিধি প্রকাশের কথা থাকলেও তা আজ অবধি প্রকাশ করা হয়নি। সর্বশেষ ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা আটকানো হয়েছে বলেই আমরা শিক্ষার্থীরা মনে করছি। এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, আকিল বিন তালেব, সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন।