Image description

সিলেটের বনেদি পরিবারের সন্তান ডা. জুবাইদা রহমান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। ১৭ বছর তিনি দেশে আসতে পারেননি। শাশুড়ি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ তিনি দেশে ফিরছেন। তাকে ঘিরে সিলেটের বিএনপি ঘরানার নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তাকে স্বাগত জানিয়ে গতকাল সোমবার সিলেটে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সিলেট জুড়েও আলোচনায় জুবাইদা রহমান। সিলেট বিএনপিতে চলছে জাতীয় নেতৃত্ব সংকট। বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে যে কয়েকজন নেতা রয়েছেন তাদের নেতৃত্বেই চলছে সিলেট বিএনপি। এতে অবশ্য কোনো বিতর্ক নেই। এরপরও বিএনপি’র অনেকেরই কাছে পছন্দের তালিকায় ডা. জুবাইদা রহমান। নির্বাচন এলে সিলেটে তার নাম আলোচিত হয়। জুবাইদা রহমান রাজনীতিতে নামবেন কিনা বিষয়টি পরিষ্কার না হলেও গতকালের উচ্ছ্বাসে সিলেটের রাজনীতিতে জুবাইদা রহমানের পদচারণা চান অনেকেই। বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে দুপুরে বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বাগত মিছিল করেছেন।

ওই মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। স্বাগত মিছিলের আয়োজন উপলক্ষে তিনি বলেছেন, দলের চেয়ারপারসনের সঙ্গে ১৭ বছর পর দেশে ফিরছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ও আমাদের এলাকার সন্তান ডা. জুবাইদা রহমান। তার এই আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। আমরা আশাবাদী জুবাইদা রহমান আগামীতে রাজনীতিতে সক্রিয় হয়ে সিলেটে এসে নির্বাচনে অংশ নিন। প্রার্থী হলে আমরা তার পক্ষে মাঠে কাজ করে জয় সুনিশ্চিত করবো। সিলেটের কর্মসূচিতে সেই আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন বিএনপি’র নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল। তিনি মানবজমিনকে জানিয়েছেন, সিলেটের রত্মগর্ভা সন্তান ডা. জুবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন। এটা আমাদের জন্য আনন্দের। এজন্য দলের চেয়ারপারসন সহ তাকে স্বাগত জানিয়ে সিলেটে মিছিল করা হয়েছে। আগামীতে সিলেটের মানুষের সুখে, দুঃখে তাকে পেলে শুধু আমরাই নই, মানুষও খুশি হবে। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানিয়েছেন, ডা. জুবাইদা রহমানকে নিয়ে এবারই কেবল সিলেটের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেননি, নির্বাচন এলে তাকে সিলেট থেকে প্রার্থী হওয়ার দাবি জানান বিএনপি’র নেতাকর্মীরা। এর কারণ শুধু রাজনীতিই নয়। বিগত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চিত সিলেট। দেশের অন্যান্য এলাকা আলোকিত হলেও সিলেট অবহেলিত রয়েছে। এ কারণে সিলেটের উন্নয়নের জন্য নেতাকর্মীরা জুবাইদা রহমানকে পাশে চান। তার দেশে আসার খবরে সিলেটের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষও উচ্ছ্বসিত।

এদিকে, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে আগমন এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের রত্নগর্ভা কৃতী সন্তান ডা. জুবাইদা রহমানের দেশে আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সমাবেশে সিলেট মহানগর বিএনপি’র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, সিলেট-৪ আসন থেকে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী বদরুজ্জামান সেলিমও উচ্ছ্বাস জানিয়েছেন। তিনি বলেন, ‘সিলেটের রত্নগর্ভা কৃতী সন্তান ডা. জুবাইদা রহমান বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে অপরিসীম ভূমিকা রেখে ছিলেন। পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়েছে। আমরা বিশ্বাস করি অতীতের মতো আগামীতেও ডা. জুবাইদা রহমান দেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়নে ভূমিকা রাখবেন।’ র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মহানগর বিএনপি’র উপদেষ্টা বদরুদ্দোজা বদর, মদন মোহন কলেজের সহকারী অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিমানবন্দর থানা বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাদির সমছু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, অ্যাডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার ও হাজী মিলাদসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী।