
বরিশালের রাস্তায় উড়ছে ১০০, ৫০০ ও হাজার টাকার ছেঁড়া নোটের টুকরো। সোমবার (০৫ মে) সকাল ১১টায় নগরীর নতুল্লাবাদ বাসটার্মিনাল এলাকার হাজেলা খাতুন সড়কে এমন দৃশ্য দেখা যায়।
তার মধ্যেই প্রচুর পরিমাণে বাতিল ৫০০ ও হাজার টাকার নোট ছিল। বাতিল টাকার ছেড়া টুকরো নিয়ে এলাকায় শিশু ও যুবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বরিশাল সিটি করপোরেশন প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের ছেঁড়া ফাটা নোট। এগুলো অবৈধ কিছু না। বাংলাদেশ ব্যাংক ও সিটি করপোরেশনের মধ্যে চুক্তির মাধ্যমে ছেড়া টাকাগুলো আমরা ময়লার ভাগাড়ে নিয়ে যাই। নেওয়ার পথে বস্তা থেকে ছেড়া কিছু নোট রাস্তায় পরে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি কিছু ছেড়া টাকার নোট রাস্তায় পরে আছে। তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কর্মি পাঠিয়ে নিয়ে আসি।’
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত বলেন, ‘সাধারণত দুটি উপায়ে বাংলাদেশ ব্যাংক ও এর শাখাসমূহ টাকা ধ্বংস করে। প্রথমত পুড়িয়ে ফেলা হয় এবং দ্বিতীয়ত উন্নতমানের শ্রেডিং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরায় পরিণত করে আবর্জনা হিসেবে পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয়। এক টাকার নোট থেকে ৫০ টাকার নোট পর্যন্ত পোড়ানোর নিয়ম। আর বড় নোটগুলো (১০০, ৫০০ ও এক হাজার টাকা) কুচি কুচি করে কেটে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়।’
তিনি বলেন, ‘বড় নোট পোড়ানো যায় না। বেশি ধোঁয়া হওয়ার কারণে পরিবেশ নষ্ট হয়। তাই সিটি করপোরেশন ময়লার বাগাড়ে ফালানো হয়।’