Image description
 
টঙ্গীর ইজতেমার ময়দানে সংঘর্ষে চার মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থিদের শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেম (৪৫) গ্রেপ্তার হয়েছেন। শনিবার ভোরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোরে চট্টগ্রামে জিয়া বিন কাসেম গ্রেপ্তার হয়েছেন। তাকে টঙ্গী পশ্চিম থানাতে আনা হচ্ছে। ই‌জিতেমা মাঠে চার মুসল্লি নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার ৬ নম্বর আসামি তিনি।
 

গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের দ্বন্দ্বে চার মুসল্লি নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামী মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।

(ঢাকাটাইমস