Image description

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান কমিশনের সদস্য হিসেবে তার প্রাপ্য বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা গ্রহণ করছেন না। তার আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি আইনমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

ঐকমত্য কমিশন গঠনের সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সদস্যদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদাসহ বিচারপতিদের মত বেতন-ভাতা ও অন্য সুবিধাও দেয়ার কথা বলা হয়।

তবে কমিশনের কোনো সদস্য বেতন ছাড়া কাজ করতে চাইলে বা সুযোগ-সুবিধা না নিতে চাইলে সেটি প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন বলে গঠনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এ কমিশনের মেয়াদ ৬ মাস।