Image description

নেগেটিভ ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করার জন্য কাউন্টার ন্যারেটিভ প্রচার করার আহ্বান জানিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

 

 

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

 

ড. মাহমুদুর রহমান বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন সরকারের বিরুদ্ধে কীভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে। সেই ন্যারেটিভ প্রচারের ফল হচ্ছে ১/১১-এর সরকার। ওই সরকার ছিল ভারতের দালাল। ওয়ান ইলেভেনের সরকারকে সবসময় ভারতের দালাল সরকার বলেছি, এখনও বলবো। মঈনউদ্দিন, মাসুদ, ফখরুদ্দিনের সরকার ছিল ভারতের দালাল। ওই সরকারকে আমি কখনো স্বীকার করেনি, করবো না।

 

আপনারা জানেন, ন্যারেটিভ সরকারের উদ্দেশ্য এমনই থাকে। এখনই যে ন্যারেটিভ তৈরি করার উদ্দেশ্যে তিনজন সাংবাদিক একজন উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকার হেডলাইন একসূত্রে গাঁথা। এটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা, আবার ভারতীয় আগ্রাসন ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা। যারা দেশের স্বাধীনতা -জনগণের স্বাধীনতা চায়, এই ন্যারেটিভের বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে। আমাদের যেসব সংবাদমাধ্যম আছে তাদের এই ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করার জন্য কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। এটা কিন্তু আমার দেশ প্রতিনিয়ত করে যাচ্ছি।

 

দৈনিক আমার দেশ-এর লিড নিউজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার দেশ পত্রিকা প্রতিদিন বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে। আমি মনে করি এই কাজ শুধু আমার দেশ-এর নয়, প্রত্যেকটি দেশপ্রেমিক মিডিয়ার। আমরা দেশপ্রেমিক মিডিয়া যদি কলমের লড়াই চালাই, তাহলে নেগেটিভ ন্যারেটিভ পরাজিত হবে।

 

আমার দেশ সম্পাদক বলেন, আমি কলমের লড়াই কলম দিয়ে দিতে চাই। ওরা কিন্তু কলমের জবাব গায়ের জোরে দিয়েছে। সেটা কীভাবে দিয়েছে? আমার দেশ পত্রিকা বন্ধ করে। আমাকে জেলে নিয়ে গেছে, হত্যা করার চেষ্টা করেছে। আমি বলবো, তুমি কলাম লিখবে, আমিও লিখবো, জনগণই ঠিক করবেন কার লেখা সঠিক।