Image description

একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে কোনো ফাঁদে ফেলা হচ্ছে—এটি নিয়ে আমরা শঙ্কিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ শুক্রবার (২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, "আমি অনেককে ব্যক্তিগতভাবে বলেছিলাম, আমার একটা আফসোস আছে—দিলারা চৌধুরীর উপদেষ্টা হওয়ার কথা ছিল। আসিফ নজরুল এবং দিলারা চৌধুরী—তাঁদের মতো হাতে গোনা চার-পাঁচজন ব্যক্তি সাহস নিয়ে আপসহীনভাবে ধারাবাহিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু আজকে আমরা জানি না কোথা থেকে, কীভাবে উপদেষ্টা নির্বাচন হয়েছে। এই সমস্ত সাহসী মানুষের জন্য জায়গা হয়নি।"

তিনি আরও বলেন, "একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আরেকটি ফাঁদে ফেলা হচ্ছে—এটি নিয়ে আমরা শঙ্কিত, আমরা উদ্বিগ্ন। আমরা মনে করি, এই সরকার আমাদের সমর্থিত সরকার। বাংলাদেশের এমন প্রেক্ষাপট তৈরি হয়নি যে সবাই সরকারকে সমর্থন করছে। আমরা একটি নির্দিষ্ট, সীমিত সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো একটি সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কোনো রোডম্যাপ পাচ্ছি না।"

তিনি বলেন, "আমরা সংস্কার চাই। আমরা গণহত্যার বিচার চাই, সেই বিচারের অগ্রগতি দেখতে চাই। একই সাথে বাংলাদেশের মানুষ ১৬ বছর ধরে তার যে ভোটাধিকার ও জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে আছে, তারও একটি সুস্পষ্ট রূপরেখা আমরা অনতিবিলম্বে সরকারের কাছ থেকে জানতে চাই। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি হচ্ছে, সেটি আমাদের পক্ষ থেকে করা উচিত নয়। আমরা সবাই সংস্কার চাই। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। নির্বাচিত সরকার না হলে, যতই ভালো হোক, অনির্বাচিত একটি ইন্টারিম সরকার দেশের জন্য আরও নানা সংকট তৈরি করবে।"

নুর আরও বলেন, "আমি রাজনৈতিক নেতৃবৃন্দকেও বলব—সংস্কার বাস্তবায়নের উপর জোর দিন। যেটা ইতোমধ্যে সবাই বলেছেন, যেখানে আমরা ঐক্যমত হই, সেই ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করে আমরা দ্রুতই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি নির্বাচনের পথে যাত্রা করি। সরকারকে অবশ্যই সে বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতেও আমরা রাজনীতিবিদদের সামনে এই প্রত্যাশা করছি।"