
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২ মে) দিবাগত রাতে কার্টুনিস্ট মেহেদি হকের আঁকা মায়ের সঙ্গে নিজের ব্যঙ্গ কার্টুন শেয়ার করে তিনি পোস্ট দিয়েছেন।
ওই পোস্টে তারেক রহমান লেখেন, সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদেরকে আক্রমণ বা চাপ প্রয়োগের পরিবর্তে তাদের কাজকে রক্ষা এবং মূল্যায়ন করা উচিত। কিন্তু বিগত স্বৈরাচারী শাসনামলে আমরা দেখেছি কীভাবে রাষ্ট্র কর্তৃক দমন-পীড়নের মাধ্যমে ধাপে ধাপে সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে।
তিনি আরও লেখেন, সেই অন্ধকার সময়েও অসীম সাহস নিয়ে অনেক সাংবাদিক দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সামাজিক-অর্থনৈতিক ব্যর্থতার মতো বিষয়গুলোতে আলোকপাত করেছেন। মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম, দেশ-বিদেশে সর্বত্রই তারা সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন। একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা লড়াই করে গেছেন।
সর্বোচ্চ নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় থাকে এমন সাংবাদিকতা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অনুপ্রেরণা নেয় জানিয়ে তারেক রহমান লেখেন, আমরা নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল, এমনকি তা যদি আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে নাও মেলে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বাধীন ও মুক্ত সংবাদমাধ্যমই গণতন্ত্রের সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করে। সাংবাদিকতা রাজনীতির হাতিয়ার নয়, জনগণের সেবার একটি শক্তিশালী মাধ্যম হওয়া উচিত।
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, একটি শক্তিশালী ও টেকসই গণতন্ত্র গড়ে তুলতে হলে সাংবাদিকতার সততা ও স্বাধীনতা রক্ষা করতেই হবে। আসুন সব মতভেদ ভুলে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার সংবাদমাধ্যমসহ সব নাগরিকের জন্য মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করবে।