
দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের প্রশ্নে সব গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলের অবস্থান অভিন্ন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে। তবে দেশের স্বার্থরক্ষায় এবং জনগণের কল্যাণ সাধনে আমাদের গন্তব্য ও উদ্দেশ্য অভিন্ন হওয়া উচিত।
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক চরিত্র হারিয়ে দেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল। সংবিধান লঙ্ঘন করে জনগণের অধিকার হরণ করেছিল। তারা খুন, গুম, অপহরণ, সন্ত্রাস এবং দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল।
তারেক রহমান বলেন, বীর জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশের গণতন্ত্রকামী জনগণ কখনোই এই স্বার্থবিরোধী বিতাড়িত অপশক্তিকে পুনরায় গ্রহণ করবে না—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
তিনি আরও বলেন, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে হবে, যাতে করে কোনো অপশক্তি আর কখনো ফ্যাসিবাদী শাসন কায়েম করার সুযোগ না পায়।