Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাসায় এবং চলাচলে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে। 

শুক্রবার (২ মে) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, আগামী  ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তার ধানমন্ডি ৫ নম্বর রোড বাসায় ও রাস্তায় চলাচল সময়ে পুলিশের নিরাপত্তা চেয়ে এই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র সচিব, পুলিশ আইজিপিসহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে।