Image description
 

ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এছাড়া ঐকমত্য কমিশনগুলোর কাজ নিয়েও সংশয় রয়ে গেছে।’

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় অন্তর্বর্তী সরকার রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘মানবিক করিডর নিয়ে এত তাড়াতাড়ি সরকারের একমত হতে হলো কেন? বৃহৎ শক্তির কোনো দ্বন্দ্বে আমরা জড়াতে চাই না।’

এসব বিষয়ে সরকারকে আরও সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি।

মান্না বলেন, ‘খুবই ছোট ছোট বিষয়ে সব রাজনৈতিক দলকে ডেকে কথা বললেও, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কারো সঙ্গে কথা বলেনি সরকার।’

এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘দ্বিমতের বিষয় থাকলে জনগণের কাছে যেতে হবে। তাই অন্তর্বর্তী সরকারকে সমষ্টিক বিষয় মাথায় নিয়ে জাতীয় স্বার্থে নির্বাচন দিতে হবে।’

জনগণের রায় নিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এবি পার্টি অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করছে দাবি করে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘পারিবারিক রাজনীতি থেকে বেরিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করার সময় এখন। সেই আলোকে এবি পার্টি নতুন বাংলাদেশ গড়তে চায়।’