
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
তিনি আরও জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ ইমরান আহমেদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ইমরান আহমেদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৯০ লাখ ৬৭ হাজার ৪৯৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এ ছাড়া তিনি তার নিজ নামীয় পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে ২০০৮ সালের ৬ আগস্ট থেকে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন।
দুদকের অভিযোগে আরও বলা হয়, ইমরান আহমেদ ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ওই অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং অপরাধে জড়িত হয়েছেন।
ইমরান আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২০ অক্টোবর ইমরান আহমেদকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।পরে মানব পাচারের অভিযোগে করা মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।
৩ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে তার বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করা হয়।