
রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। তার জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেন হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে এদিন বিকালে চিন্ময় দাসের জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে শুনানির জন্য রোববার (৪ মে) দিন ধার্য করেন আদালত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করলে শুনানির আগামী রোববার দিন ধার্য করেন চেম্বার আদালত। এর ফলে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশ আপাতত বহাল রয়েছে। এর আগে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান যুগান্তরকে জানিয়েছিলেন, চিš§য় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করলে আদালত তার জামিন স্থগিত করেন।
মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুল দিয়েছিলেন। আবেদনকারীকে (চিন্ময়) কেন জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। ২৩ এপ্রিল হাইকোর্ট রুল শুনানির জন্য ৩০ এপ্রিল তারিখ রাখেন। এরই ধারাবাহিকতায় বুধবার শুনানি নিয়ে রুল ‘অ্যাবসলিউট’ ঘোষণা করে সিদ্ধান্ত দেন হাইকোর্ট।আদালতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী জেড আই খান পান্না, প্রবীর হালদার ও অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানি করেন।
এ মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে আদেশ দিয়েছিলেন। এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ১২ জানুয়ারি আবেদন করেন চিন্ময় দাস। এ আবেদনের শুনানি নিয়ে ৪ ফেব্রুয়ারি রুল দেন হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার সিদ্ধান্ত দেন আদালত।