
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার(২ মে,২০২৫) সকালে চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।আজ সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন-“শুক্রবার সকালে চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক শান্তি শোভাযাত্রায় অংশ নিয়েছি। আগামী ১১ মে উদযাপিত হতে যাচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ বা ভেসাক, যা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।”
উল্লেখ্য, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র দিন। এই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি বৌদ্ধ সম্প্রদায় গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপন করে।প্রেস সচিব শফিকুল আলমের অংশগ্রহণ শান্তি, সম্প্রীতি এবং সকল ধর্মের প্রতি আন্তরিক শ্রদ্ধার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছে।