Image description

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত শুক্রবার (২ এপ্রিল) চট্টগ্রামে জুমার নামাযের পর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

সমাবেশে আহলে সুন্নাতের চেয়ারম্যান আল্লামা আশরাফী বলেন, ‘‘একজন ইমামকে শুধুমাত্র সুন্নি মতাদর্শের কারণে মিথ্যা অপবাদে হত্যা করবেন, আর আমরা চুপ হয়ে থাকবো, তা ভাবলে আপনারা ভুল করবেন।” সমাবেশে তিনি ৪৮ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেন। এ সময় শনিবার (৩ এপ্রিল) লালদীঘি চত্বরে প্রতিবাদ সমাবেশ ও রবিবার (৪ এপ্রিল) ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচির ঘোষণা করা হয়। ৪৮ ঘন্টার মধ্যে সরকার অপরাধীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে দেশব্যাপী হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় করা হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, শনিবার (২৬ এপ্রিল) ঢাকায় ফিলিস্তিনের পক্ষে আয়োজিত ‘Mass Gathering for Palestine’ সমাবেশে অংশ নিয়ে ফেরার পথে রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুরে তাকে ‘বলাৎকারের’ অভিযোগে প্রকাশ্যে নির্যাতন করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।
ওই রাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।