Image description
 

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে। তিনি বলেন, "আমরা দেখতে পাচ্ছি, কমিশনের বক্তব্য ও কার্যক্রম একটি নির্দিষ্ট দলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তারা আগের নিয়মনীতি অনুসরণ করেই কমিশন গঠন করেছে, যেখানে জনগণের মতামত ও স্বচ্ছতা উপেক্ষিত হয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা আশঙ্কা করছি, একটি দলের ক্ষমতায় আসার পথ সুগম করতে পরিকল্পিতভাবে একটি আইওয়াশ নির্বাচনের আয়োজন করা হচ্ছে। যেখানে দেখানো হবে যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু আদতে এর কোনো নিশ্চয়তা নেই।"

সারোয়ার তুষার দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, "আমরা অবিলম্বে এই ইসি পুনর্গঠনের দাবি জানাই।"

 

এ সময় তিনি জানান, নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবে এমন একটি মৌলিক শর্ত রাখা হয়েছিল—যাতে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন। কিন্তু বর্তমান ইসি সে প্রস্তাবে সম্মতি জানাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।