Image description

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী মঙ্গলবার (৩০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়ালে লেখা একটি প্রতিবাদী কবিতা শেয়ার করেছেন।

এই কবিতাটি লিখেছেন হাসান রোবায়েত। ফারুকী তাঁর ফেসবুক পোস্টে রোবায়েতের লেখা কবিতাই ক্যাপশন হিসেবে উল্লেখ করেন।

কবিতাটি ছিল এ রকম—
“তোমরা হয়তো যাইবা ভুলে
খুনী হাসিনার ইতিহাস
সে মায়ে রাখবে মনে
যে ছুঁইছে পোলার লাশ।”
– হাসান রোবায়েতস