Image description

ভোলার ঘরে-ঘরে গ্যাস সংযোগ দেওয়া, মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন, ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রয়েছে। বুধবার সকালেও ভোলার ঘরে-ঘরে গ্যাস সংযোগসহ পাঁচ দফা দাবিতে সুন্দরবন গ্যাস কোম্পানির অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 
জানা যায়, গত ১৮ এপ্রিল থেকে ভোলার ঘরে-ঘরে আবাসিক গ্যাস সংযোগ, মেডিক্যাল কলেজ, ভোলা-বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেন স্থানীয় ছাত্র-জনতা। এ আন্দোলনের অংশ হিসেবে ওইদিন রাতে ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে ইন্ট্রাকো কোম্পানির গ্যাসবাহী গাড়ি আটকে দেয়। এর পর থেকেই লাগাতার বিভিন্ন কর্মসূচির কারণে ভোলা থেকে গ্যাস নেওয়া বন্ধ হয়ে যায়।

এ কর্মসূচির আলোকে ২৭ এপ্রিল ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ প্রেক্ষিতে ২৮ এপ্রিল এ সকল দাবি-দাওয়া নিয়ে জ¦ালানি উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ভোলার ঘরে- ঘরে গ্যাস সংযোগ এবং মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে আশ্বাস না পাওয়ায় মঙ্গলবার থেকে আবারও আন্দোলনে নেমেছে ভোলাবাসী। 
এদিকে বুধবার সকালে ভোলার বোরহানউদ্দিন-দৌলতখানের সচেতন নাগরিক সমাাজের ব্যানারে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহাঙ্গীর এম আলমের নেতৃত্বে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।