Image description

সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রাপ্তদেরও উচ্চতর গ্রেড প্রাপ্তির সুযোগ মিলবে—এমন রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এই রায়ের ফলে প্রজাতন্ত্র এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী উচ্চতর গ্রেড পাওয়ার আইনগত সুবিধা লাভ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রদানের বিধান হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছিল। এই রায়ের বিরুদ্ধে অসন্তুষ্ট কয়েকজন সরকারি কর্মচারী রিট আবেদন করলে বিষয়টি আপিল বিভাগে গড়ায়।

 

আজকের রায়ে ২০০৯ ও ২০১৬ সালে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের ‘গ’ ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আংশিক সংশোধন করা হয়েছে। ফলে, যেসব কর্মচারী অতীতে একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা এখন আরেকটি সুবিধাও আইনি বাধা ছাড়াই পেতে পারবেন।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক সুযোগ এনে দিলো। যারা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতনভুক্ত, এমন প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারীর জন্য উচ্চতর দুইটি সুবিধা পাওয়ার পথ উন্মুক্ত হলো।